০১. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে
বাজেট পেশ করতে হয় ?
উত্তরঃ ১১২নং ধারা।
০২. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ ভিটামিন A এর অভাবে।
০৩. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক।
০৪. রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর?
উত্তরঃ ছয় বছর।
০৫. URL এর পুরো নাম কি?
উত্তরঃ ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
০৬. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?
উত্তরঃ হিমালয়।
০৭. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি?
উত্তরঃ হিরাকুঁদ।
০৮. ভারতের দীর্ঘতম খাল কোনটি?
উত্তরঃ ইন্দিরা গান্ধী ক্যানেল।
০৯. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়?
উত্তরঃ ১৮৫৬ সালে।
১০. স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল
কে ছিলেন?
উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।
১১. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
উত্তরঃ টেকচঁাদ ঠাকুর।
১২. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
উত্তরঃ ভেগাস।
১৩. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ লালা হরদয়াল।
১৪. কে শকারি উপাধি গ্রহণ করেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত৷
১৫. কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল?
উত্তরঃ ১৯১১ সালে।
১৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি
কে ছিলেন?
উত্তরঃ উমেশ চন্দ্র ব্যানার্জি।
১৭. গান্ধিজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল?
উত্তরঃ চম্পারণে।
১৮. গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?
উত্তরঃ পাকস্থলী।
১৯. কফিতে কোন উপাদান থাকে?
উত্তরঃ ক্যাফেইন।
২০. সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
উত্তরঃ ইউরেনাসকে।
২১. সাবানের রাসায়নিক নাম কি?
উত্তরঃ সোডিয়াম স্টিয়ারেট।
২২. মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ জুডো।
২৩. কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়?
উত্তরঃ ১৯২৮ সালে।
২৪. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ।