১. ভারতের নেপোলিয়ান কাকে বলা হত?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে
২. 'গরবা’ নাচের প্রচলন কোথায় দেখা যায়?
উত্তরঃ গুজরাটে
৩. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ
করেছিলেন?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
৪. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
উত্তরঃ নেপচুন
৫. কেলভিন কিসের একক?
উত্তরঃ তাপমাত্রা
৬. ‘আগা খান কাপ' কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি
৭. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তরঃ আমেদাবাদকে
৬. ‘আগা খান কাপ' কোন খেলার সঙ্গে যুক্ত'
উত্তরঃ হকি
৭. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তরঃ আমেদাবাদকে
৮. 'সামাজিক চুক্তি' গ্রন্থটির প্রণেতা কে?
উত্তরঃ রুশো
৯. ভুটানের জাতীয় খেলার নাম কি?
উত্তরঃ তিরন্দাজি
১০. অগ্নির দ্বীপ কাকে বলা হয়?
উত্তরঃ আইসল্যান্ডকে